কিভাবে Windows Force
Shutdown Error Message
চিরতরে Disable করে দিবেন!!
Windows 7 এ হঠাৎ করে PC বন্ধ
করে দিলে Windows Force
Shutdown Error Message দেখায়।
এতা আপনার Windows এর কোন
সমস্যা না। এতা শুধু
আপনাকে জানানোর
জন্যে যে আপনার PC তে এখন
এইসব Software Running
আছে ।..............
আর আপনার যদি এই Error Massage
পছন্দ না হয় তাহলেই এই টিউন
আপনার জন্যে। অন্যথায় চেষ্টাও
করবেন না।
আর এই ট্রিক টা ব্যবহার
না করে যদি নিজে থেকেই PC
Shutdown করার আগে সব
কয়টা Running Software বন্ধ
করে দেন সেটাই অনেক ভাল।
আর কথা বারাইলাম না কাজের কথায়
চলে যাই ।
যেভাবে বন্ধ করবেন
১. নিচের কোড
টা কপি করে New Text Document
এ রাখুন।
[HKEY_LOCAL_MACHINE
\SYSTEM\Current Control Set
\Control\Session Manager
\Memory Management]
“ClearPageFileAtShutdown”=dword:00000001
[HKEY_USERS\.DEFAULT\Control
Panel\Desktop]
“AutoEndTasks”=”1″
[HKEY_LOCAL_MACHINE
\SYSTEM\CurrentControlSet
\Control]
“WaitToKillServiceTimeout”=”1000″
২. এবার New Text Document
টিকে shutdown.reg
নামে যে কোন ড্রাইভ এ সেভ
করুন। [Save করার সময় অবশ্যই All
Files Select করে নিবেন]
৩. এবার shutdown.reg ফাইল
টা ডাবল ক্লিক করুন। একটা Massage
আসবে Yes ক্লিক করুন তারপর
আরেকটা Massage আসবে Ok
ক্লিক করুন।
৪. পরীক্ষা : ৩/৪ টা সফটওয়্যার
Running রেখে Shutdown
বা Restart দিয়ে দেখুন Windows
Force Shutdown Error Message
আসে কিনা।
এখন থেকে আপানার PC
টা Shutdown বা Restart দিবেন
তখন আপনার PC এর Tasks And
Timeouts, Automatically বন্ধ
হয়ে যাবে এবং Paging File
গুলা মুছে দিবে।
উইন্ডোজ8 এ হতে পারে এই
পদ্ধিতে কাজ করলে।
[বিঃদ্রঃ - আপনার Antivirus
Shutdown.reg ফাইল
টিকে Malicious Script
হিসাবে দেখাতে পারে। কিন্তু
এটা আপনার Windows কে কোন
ভাবেই ক্ষতি করবেনা]
এডমিন মামুন এর. Blogger দ্বারা পরিচালিত.
Labels
Ads
You Can Post Your Ad Here
0 comments to চিরতরে রিমুভ করুন Windows Force Shutdown Error Message!!!