গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান পর্ব ০১

Posted by Md. Mamunur Rashid On রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২ 0 comments
আজকে আমি মোঃ মামুনুর রশিদ আপনাদের জন্য নিয়ে আসলাম সাধারন জ্ঞান এর উপর বিশেষ কিছু পর্ব ।
আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ  সাধারন জ্ঞান পর্ব ০১ থাকছে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেষ্ট জয়ী.........


► ২৩ মে ২০১০ প্রথম বাংলাদেশী হিসেবে এভারেষ্ট জয় করেন : মুসা ইব্রাহীম।
► রেলপথ মন্ত্রনালয় গঠন করা হয় ৪ ডিসেম্বর ২০১১।
► মানুষের আঙুল আর ঠোটের ছাপ কারোটা কারো সাথে মেলেনা। এবার জেনে রাখুন জেব্রাদের গেয়ে যে কালো ডোরা কাটা দাগ থাকে তা দেখতে সবগুলির এক রকম মনে হলেও আসলে কিন্তু ওদের একজনের গায়ের দাগের সাথে অন্য জনের গায়ের দাগ মিলবেনা। আর এই দাগের পার্থক্যেই ওরা একজন আরেকজনকে আলাদা করে চিনতে পারে।
► আমবার্টা হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার সবচেয়ে লম্বা হিমবাহ (২৪৯ মাইল)।
► বাংলাদেশে ১৯৯২ সাল থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়।
► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।
► বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ
বন্ধ অবস্থাতেই থাকে।
► ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ।
► বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম বিডিনিউজ২৪.কম।
► পৃথিবীর প্রায় ৩২.২ মিলিয়ন মানুষ HIV ভাইরাস দ্বারা আক্রান্ত।
ভালো লাগলে লাইক দিতে ভুলবেননা এতে আমরা উৎসাহিত হই।
► সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ দুটি হচ্ছে চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-বেষ্টিত)।
► বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
► আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্খের নাম – কিলিমাঞ্জারো।

► ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির মসজিদ।

0 comments to গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান পর্ব ০১

একটি মন্তব্য পোস্ট করুন

এডমিন মামুন এর. Blogger দ্বারা পরিচালিত.

Ads

You Can Post Your Ad Here

Social Icons

Featured Posts