হার্ড ডিস্ক এর হারিয়ে যাওয়া স্পেস ফিরিয়ে আনুন !!!

Posted by Md. Mamunur Rashid On বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪ 0 comments
আজকে আপনাদের জন্য ছোট একটি টিপস নিয়ে হাজির হলাম । আমাদের পিসিতে বিভিন্ন কারনে স্পেস হারিয়ে  যায় । যেমন ধরেন আমার পিসির কথা বলি । অনেক দিন আগে আমার কিছু ডিভিডি ও সিডির ছবি কপি করেছিলাম । কপি করার এক পর্যায় আটিকে থাকে তারপর cancel করার পর ও দেখতাম একজাগায় স্থির অবস্থায় আটকিয়ে থাকতো । ড্রাইভে তো ডাটা কপি তো হলোই না উল্টো ৪০-৫০ জিবি ডাটা খেয়ে বসে ছিল ।অনেক কিছু ব্যবহার করে ও
লাভ হলো না ।এবার কাজের কথা আসি ।আপনার ডাটা ফিরিয়ে আনাতে তেমন কষ্ট করতে হবে না ।প্রায় সবাই এই সফটওয়্যারটি ব্যবহার করেন ।তাই অবাক হবার কিছু নেই । সফটওয়্যারটি নাম ccleaner ।যেটা করতে হবে ।আগে দেখবেন আপনার সবগুলো drive এ কতটুকু use এবং free আছে ।যাদের নেই সফটওয়্যারটি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন CCleaner 4.16.4763 -
http://www.filehippo.com/download_ccleaner/58195

তারপর ccleaner সফটওয়্যারটি ওপেন করুন।tools এ যান drive wiper এ যান।সবগুলো drive show করবে ।এবার একটা একটা drive র্মাক করে wipe করুন ।

তারপর পিসি restart দিন এবংদেখুন  সবগুলো drive এ কতটুকু use এবং free হয়েছে :-D ।তাহলে আজকের মতো এই পর্যন্ত আশাকরি আমার এই টিউন আপনাদের কাজে আসবে । আর আমার এই টিউনটিতে কোন প্রকার ভুল ত্রুটি থাকলে আমাকে ভুল ধরিয়ে দেবেন । আর কোন সমস্যা হলে টিউমেন্ট করে যানাবেন । । আল্লাহ হাফেজ ।

0 comments to হার্ড ডিস্ক এর হারিয়ে যাওয়া স্পেস ফিরিয়ে আনুন !!!

একটি মন্তব্য পোস্ট করুন

এডমিন মামুন এর. Blogger দ্বারা পরিচালিত.

Ads

You Can Post Your Ad Here

Social Icons

Featured Posts