WINDOWS 7 এর password ভুলে গেলেও সমস্যা নেই কয়েক সেকেন্ডের মধ্যেই recover করে ফেলুন(without any software)

Posted by Md. Mamunur Rashid On বুধবার, ৮ আগস্ট, ২০১২ 0 comments
যারা ঘন ঘন windows 7 এর password change করে থাকেন তাদের অনেক সময় ই passward ভুলে যাওয়ার আশঙ্কা থাকে । আজ আমি আপনাদের সাথে একটি trick share করব যাতে সবচেয়ে সহজ ভাবে windows 7 এর password crack করা যাবে ।


এর জন্য আপনার একটি usb drive (pendrive ) অথবা একটি cd/dvd লাগবে । মোট কথা ২ কেবি এর একটি ফাইল রাখার মত একটি জায়গা লাগবে । প্রথমে পিসি এ pendrive/cd/dvd প্রবেশ করিয়ে দি । এবার computer এর start > control panel > User Accounts and Family Safety > User Accounts এ যান ।

asdasd WINDOWS 7 এর password ভুলে গেলেও সমস্যা নেই কয়েক সেকেন্ডের মধ্যেই recover করে ফেলুন(without any software)

এবার বামে দেখবেন create a password reset disk এ ক্লিক করুন । এখন next করে যান current user password চাইলে আপনার বর্তমান password দিয়ে দিন । আর না থাকলে নাই ।

asdfsdf WINDOWS 7 এর password ভুলে গেলেও সমস্যা নেই কয়েক সেকেন্ডের মধ্যেই recover করে ফেলুন(without any software)

এখন দেখতে পারবেন যে আপনার pendrive/cd/dvd এ একটি ২ কেবি এর file save হয়ে আছে । ঐ টাই মূল ফাইল ।
এখন আপনার পিসি on করার সময় যখন ভুল পাসওয়ার্ড দিবেন তখন নিচে reset passward option আসবে । পূর্বের pendrive/cd/dvd প্রবেশ করিয়ে reset passward এ ক্লিক করুন । ম্যাজিকের মত কাজ হয়ে যাবে ।
অসুবিধা :
এর দ্বারা আপনি শুধু আপনার পিসি ই unlock করতে পারবেন অপরের পিসি তে করতে গেলে একি কাজ ঐ পিসি তেও করতে হবে । ধন্যবাদ ।

0 comments to WINDOWS 7 এর password ভুলে গেলেও সমস্যা নেই কয়েক সেকেন্ডের মধ্যেই recover করে ফেলুন(without any software)

একটি মন্তব্য পোস্ট করুন

এডমিন মামুন এর. Blogger দ্বারা পরিচালিত.

Ads

You Can Post Your Ad Here

Social Icons

Featured Posts