এক্সপিতে আবার ফিরে এলাম কিছু কাজের জন্য, আগে হাল্কা পাতলা ইউস করেছি তবে সেভেন যেভাবে করেছি সেভাবে না, সাইড অপারেটিং সিস্টেম হিসেবে ছিল। তবে এবার একটু বেশিই কাজে লাগবে।
উইন্ডোজ ইউস মানেই তো ক্র্যাক, আর আমার আবার ক্র্যাক করার নতুন সব সিস্টেম ঘাঁটাঘাঁটি করতে ভালো লাগে। আজ নতুন একটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করবো, আমি সার্ভিস প্যাক ২ ও ৩ এ সফলভাবে এই কাজ করেছি ! আশা করি আপনারা চেষ্টা করলেও পারবেন ।।
এই ফাইলটা ডাউনলোড করুন, করে extract করুন! নিচের ছবির মত ৪টা ফাইল পাবেন।

Run এ ডাবল ক্লিক করুন! হয়ে গেলো আপনার উইন্ডোজ জেনুইন ! হে হে হে !
MGADiag এ ডাবল ক্লিক করে রান করেন।

নিচের ছবির মত আসবে, “Continue” করুন।

তাহলে সবুজ কালিতে দেখাবে জেনুইন কিনা

Run.bat ফাইল এ যে সিরিয়াল কি দেয়া আছে, সেটা কাজ নাও করতে পারবে, এর জন্য সিরিয়াল কি চেঞ্জ করতে হবে। আমি ১০০টা সিরিয়াল কি দিয়ে দিয়েছি, আর নেট এ সিরিয়াল কি পাওয়া ব্যাপার না, তবে যেভাবে সিরিয়াল কি টা চেঞ্জ করবেন তা হল–
১// নোটপেড ওপেন করে নিচের কোড গুলো ChangeKeyXP.vbs নামে সেভ করুন।
উইন্ডোজ ইউস মানেই তো ক্র্যাক, আর আমার আবার ক্র্যাক করার নতুন সব সিস্টেম ঘাঁটাঘাঁটি করতে ভালো লাগে। আজ নতুন একটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করবো, আমি সার্ভিস প্যাক ২ ও ৩ এ সফলভাবে এই কাজ করেছি ! আশা করি আপনারা চেষ্টা করলেও পারবেন ।।
জেনুইন কিভাবে করবেন
এই ফাইলটা ডাউনলোড করুন, করে extract করুন! নিচের ছবির মত ৪টা ফাইল পাবেন।
Run এ ডাবল ক্লিক করুন! হয়ে গেলো আপনার উইন্ডোজ জেনুইন ! হে হে হে !
জেনুইন নাকি কিভাবে চেক করবেন
নিচের ছবির মত আসবে, “Continue” করুন।
তাহলে সবুজ কালিতে দেখাবে জেনুইন কিনা
সিরিয়াল কি যেভাবে চেঞ্জ করবেন
Run.bat ফাইল এ যে সিরিয়াল কি দেয়া আছে, সেটা কাজ নাও করতে পারবে, এর জন্য সিরিয়াল কি চেঞ্জ করতে হবে। আমি ১০০টা সিরিয়াল কি দিয়ে দিয়েছি, আর নেট এ সিরিয়াল কি পাওয়া ব্যাপার না, তবে যেভাবে সিরিয়াল কি টা চেঞ্জ করবেন তা হল–
Run.bat নামের ফাইলে রাইট ক্লিক করে ইডিটে ক্লিক করুন ওখানে যেই নাম্বারটা আছে সেটা বদল করে নিউ নাম্বার দিয়ে দিন তার পর সেভ করে Run.bat ফাইলটি আবার ডাবল ক্লিক করুন, হয়ে যাবে।চেক করতে চাইলে আগের মত চেক করে নিন।
এবার এই কোড বানান নিজেই
১// নোটপেড ওপেন করে নিচের কোড গুলো ChangeKeyXP.vbs নামে সেভ করুন।
ON ERROR RESUME NEXT
if Wscript.arguments.count<1 then
Wscript.echo "Script can't run without VolumeProductKey argument"
Wscript.echo "Correct usage: Cscript ChangeKeyXP.vbs ABCDE-FGHIJ-KLMNO-PRSTU-WYQZX"
Wscript.quit
end if
Dim VOL_PROD_KEY
VOL_PROD_KEY = Wscript.arguments.Item(0)
VOL_PROD_KEY = Replace(VOL_PROD_KEY,"-","") 'remove hyphens if any
for each Obj in GetObject("winmgmts:{impersonationLevel=impersonate}").InstancesOf ("win32_WindowsProductActivation")
result = Obj.SetProductKey (VOL_PROD_KEY)
if err <> 0 then
WScript.Echo Err.Description, "0x" & Hex(Err.Number)
Err.Clear
end if
Next২// এখন নিচের কোড গুলো নতুন একটা নোটপেড অপেন করে Run.bat নামে সেভ করুনCscript ChangeKeyXP.vbs BKQW7-3JYTB-D26TX-DHPDM-3MTKG৩// জেনুইন করতে চাইলে Run.bat নামের ফাইলে ডাবল ক্লিক করুন। জেনুইন চেক করতে ও সিরিয়াল কি চেন্জ করুন আগের মত করে।
ভালো থাকুন সবাই
0 comments to এক্সপি জেনুইন করুন এক ক্লিকে ও সেই জেনুইন করার ফাইল বানান নিজেই